বাংলা নায়ক
1 মিনিট পড়া হয়েছে
0 মন্তব্য

বাংলা নায়ক

এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক : দারোগার শোকসংবাদেও লেখা হয়, ‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন’ - হুমায়ূন আজাদ অধ্যাপক হুমায়ুন আজাদ ছিলেন একজন প্রথাবিরোধী ও বহুমাত্রিক মননশীল লেখক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭০ টির বেশী। হুমায়ুন আজাদের ১০টি কাব্যগ্রন্থ, ১৩টি উপন্যাস, ২২টি সমালোচনা গ্রন্থ, ৮টি কিশোরসাহিত্য, ৭টি ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। ১৯৯২ খ্রিস্টাব্দে নারীবাদী গবেষণামূলক গ্রন্থ নারী প্রকাশ করে গোটা দেশে সাড়া তুলেন। বইটি ১৯৯৫ থেকে ২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ ছিলো। এ গ্রন্থ তাঁর বহুল আলোচিত গবেষণামূলক কাজ হিসেবে স্বীকৃত। তিনি ১৯৮৬ খ্রিস্টাব্দে বাংলা একাডেমী পুরস্কার এবং ২০১২

------------------------------

আজকালকার পরিস্থিতি পিডি এইচ ডি অভিযাত্রী স্মৃতি আলো জ্বালায়; মনে আছে এখানে আমাদের শিক্ষাসমূহ সমাধানের বীজ। প্রথম বার্সার অদ্বিতীয় আন্দোলন এখন পিডিএইচ ডি কোর্স চিহ্নিত করা হয়েছে, ছাত্র ছাত্ররা আধ্যাত্মিক একটি ডক্টরেট ডিগ্রি করা হয়েছে। আখনকার ভল্ট ডক্টরেট স্নাতক মাউন্ট ডক্টরেট; অদূর পরিস্থিতি উচ্চতর - হুমায়ুন আজাদ